Kuntal Ghosh : 'অভিষেকের নাম বলার জন্য চাপ', কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কলকাতা পুলিশে নালিশ কুন্তলের

Continues below advertisement

আদালত এবং প্রকাশ্যে বারবার অভিযোগ তোলার পর, এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে নালিশ জানিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা। কুন্তলের অভিযোগ ছিল, ইডি-সিবিআই তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে। সূত্রের খবর, আদালতে নালিশ জানানোর পর, পুলিশের কাছেও একইরকম অভিযোগ জানিয়েছেন কুন্তল। হেস্টিংস থানা সূত্রে খবর, যেহেতু কুন্তল সিজিও কমপ্লেক্সে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন, এবং সিজিও কমপ্লেক্স বিধাননগর কমিশনারেট এলাকায়। সেক্ষেত্রে কলকাতা পুলিশ কী ধরনের পদক্ষেপ করতে পারে, তা নিয়ে শীর্ষস্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে কুন্তলের আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন, এতদিন পর কেন অভিযোগ তোলা হচ্ছে। সেইসময় কুন্তলের আইনজীবীরা দাবি করেন, জেলে কুন্তলের সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হচ্ছে না।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram