Recruitment Scam: কীভাবে ছড়়িয়ে নিয়োগ দুর্নীতির জাল? জট খুলতে ইডির নজরে গোপাল দলপতি
Continues below advertisement
শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) নিয়ে এবিপি আনন্দর অন্তর্তদন্তে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য়। দফায় দফায় ৬ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) । কিন্তু চাকরি তো মেলেইনি, উল্টে একটা টাকাও ফেরত পাননি। ইডি-র হাতে ধৃত যুব তৃণমূল নেতা (TMC Leader) সম্পর্কে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বলাগড়ের বাসিন্দা পিয়ালি চৌধুরী। বাংলায় MA করার পর, ২০১৪-র টেট উত্তীর্ণ বলে নিজেকে দাবি করেছেন তিনি।
Continues below advertisement