Kuwait Fire Death: কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত ইঞ্জিনিয়ারের দেহ পৌঁছল রাজ্যে, বিমানবন্দরে শ্রদ্ধা জানালেন মন্ত্রী সুজিত বসু
Kuwait Fire Death: কুয়েতে বহুতলে অগ্নিকাণ্ডে মৃত ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ পৌঁছল রাজ্যে। সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় দ্বারিকেশ পট্টনায়কের দেহ। এরপরেই কলকাতা বিমানবন্দরে শ্রদ্ধা জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ও মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ইঞ্জিনিয়ারের দেহ প্রথমে নিয়ে যাওয়া হবে মেদিনীপুর শহরে। সেখানেই মেয়েকে নিয়ে থাকেন মৃতের স্ত্রী। এরপর দ্বারিকেশের দেহ নিয়ে যাওয়া হবে দাঁতনের খণ্ডরুই গ্রামের বাড়িতে। জানা গিয়েছে, বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার দ্বারিকেশ কর্মসূত্রে প্রায় ২৮ বছর ধরে কুয়েতে থাকতেন। সেপ্টেম্বরেই দেশে ফেরার কথা ছিল তাঁর। তার আগে গত বুধবার কুয়েতের আবাসনে আগুন লেগে তাঁর মৃত্যু হয়।দ্বারিকেশের শ্বশুর হলেন তৃণমূলের দাঁতন ২ নম্বর ব্লক সভাপতি কমলাকান্ত পট্টনায়ক। ABP Ananda Live
Tags :
Kolkata Airport Agnimitra Paul Minister Sujit Bose Kuwait Fire Death Kuwait Bengali Worker Body Returns