Kuwait Incident: কুয়েত থেকে ফেরা নিহতদের দেহ নিয়ে শুরু তৃণমূল-বিজেপির টানাপোড়েন। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: কুয়েত থেকে ফিরল অগ্নিকাণ্ডে নিহতদের কফিনবন্দি দেহ। প্রাণ হারিয়েছেন দাঁতনের যুবক দ্বারিকেশ। কলকাতা হয়ে দেহ নিয়ে যাওয়া হল পশ্চিম মেদিনীপুরে বাড়িতে। মৃত ইঞ্জিনিয়ারের দেহ ফেরানো নিয়ে টানাপোড়েন তৃণমূল-বিজেপির। 

সেপ্টেম্বরে দেশে ফেরার কথা ছিল। ক'দিন আগেই ফোনে সেই কথা বলেছিলেন পরিবারের সদস্যদের। তারপর কোথা থেকে যে কী হয়ে গেল, কান্নায় বদললে গেল সব আশা, আকাঙ্খা, আনন্দ! শনিবার কফিনবন্দি দেহ ফিরল দ্বারিকেশ পট্টনায়কের। এভাবে ফিরে আসার কথা স্বপ্নেও ভাবেননি কেউ। বুধবার কুয়েতের একটি শ্রমিক আবাসনে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে মারা যান ৪২ জন ভারতীয় সহ ৪৯ জন। তাঁদেরই একজন দাঁতনে দ্বারিকেশ পট্টনায়ক (৫০)। কুয়েতের একটি সংস্থায় ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। শনিবার সকালে বিমানে কলকাতায় পৌঁছয় দ্বারিকেশের দেহ। বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী সুজিত বসু ও মেদিনীপুরের পরাজিত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। রাজ্য সরকারই সব ব্যবস্থা করেছে বলে দাবি করেন মন্ত্রী। অগ্নিমিত্রা পালের পাল্টা দাবি, কুয়েত থেকে দেহ ফিরিয়ে এনেছে মোদি সরকার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram