Lake Gardens: বাড়ির কাছে ‘সিন্ডিকেট-দৌরাত্ম্য’, 'এমন ঘটনা ঘটা উচিত হয়নি', মন্তব্য সৌগত রায়ের ।Bangla News

Continues below advertisement

সাংসদ সৌগত রায়ের লেক গার্ডেন্সের (Lake Gardens) বাড়ির কাছে সিন্ডিকেট-দৌরাত্ম্যে ধুন্ধুমার। তুমুল সংঘর্ষ, ধারাল অস্ত্রের কোপ, আহত ২। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। হামলা করেছে বিরোধী পক্ষ, আমরা সবাই সিন্ডিকেটের সদস্য, দাবি লেক গার্ডেন্সে সিন্ডিকেট-সংঘর্ষে আহতদের। "এমন ঘটনা ঘটা উচিত হয়নি। বখরা নিয়ে গণ্ডগোলের জের, মন্তব্য সাংসদ সৌগত রায়ের(Sougata Roy)। তিনি জানান, "খুব হইচই শুনে রাস্তায় গেলাম, ততক্ষণে মারামারি হয়ে মাথা ফেটে রক্ত পড়ছে। থানায় ফোন করি, পুলিশ পাঠিয়েছিল। আমি ওসিকে বলেছি আমাদের এই পাড়াটা একেবারে শান্তিপূর্ণ। একটা বাড়ি ভাঙাকে কেন্দ্র করে মারপিট হলে লোক ভয় পেয়ে ‌যাবে। অনেক বয়স্ক মানুষ থাকে, তাই এমন ঘটনা একেবারেই কাম্য নয়। পুলিশকে বলেছি, প্রয়োজনে বাড়ি ভাঙার কাজ বন্ধ করে দিতে। বললেন সৌগত রায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram