Ganesh Puja 2024: গণেশ পুজোয় মেতে উঠল লেক কালীবাড়ি, পুজো প্রাঙ্গনে ভিড় ভক্তদের

Continues below advertisement

গণেশ পুজোয় মেতে উঠল লেক কালীবাড়ি। সাড়ম্বরে পুজিত হলেন সিদ্ধিদাতা গণেশ। গণেশ পুজো উপলক্ষে লেক কালীবাড়ি সংলগ্ন পুজো প্রাঙ্গনে ভক্তদের সমাগম। 

তিনি গজদন্তি, তিনি সিদ্ধিবিনায়ক, যে কোনও পুজোতে যাঁর মন্ত্র উচ্চারিত হয় সবার আগে, শনিবার সেই সিদ্ধিদাতা গণেশের পুজো উপলক্ষে সেজে উঠল লেক কালীবাড়ি সংলগ্ন প্রাঙ্গন। শেষ ৮ বছর ধরে, লেক কালীবাড়ির গণেশ পুজো আয়োজন করা হচ্ছে এখানে। এবার ১৪ বছরে পদার্পন করল এই পুজো। এদিন গণেশ পুজো উপলক্ষে সকাল থেকেই পুজো প্রাঙ্গনে ভিড় করেন ভক্তরা। 

তিথি মেনে পুজো শুরু হয় গণেশের। আরতি, পুষ্পাঞ্জলির মাধ্য়মে গণেশ বন্দনায় মেতে ওঠেন ভক্তরা। দশ দিন ধরে চলবে লেক কালী বাড়ির গণেশ পুজো। Lake Kalibari Ganesh Puja 2024 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram