Abhishek Banerjee: 'সরকারের হাল ধরুন অভিষেক, আসুন নেতৃত্বে', পোস্টে ছয়লাপ সোশাল মিডিয়া

সরকারের হাল ধরুন অভিষেক। সরকারের নেতৃত্বে আসুন তিনি। আর জি কর-কাণ্ডের আবহে এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে জহর সরকারের ইস্তফা দেওয়ার ঘোষণার পর এরকমই পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে চেয়ে তৃণমূলের কর্মী সমর্থক ছাড়া পোস্ট করেছেন বিভিন্ন পদাধিকারীরাও।  

আর জি কর-কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল সরকার। আর এরইমধ্য়ে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের অংশ করার দাবিতে সোশাল মিডিয়ায় আছড়ে পড়েছে একের পর এক পোস্ট। কোথাও সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, জহরের বার্তা নিতে হবে সতর্কতা। অভিষেকদাকে দরকার গড়তে বলিষ্ঠ সরকার। আবার কোথাও সরকারের হাল ধরার জন্য আহ্বান জানানো হয়েছে অভিষেককে। তৃণমূলের কর্মীরা লিখেছেন, নয় দেরি আর হবে তরী পার। ধরো হাতে হাল অবস্থা বেহাল। সময়ের ডাক বোঝাল জহর এখনই অভিষেকদা সাজাক নৌবহর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola