Suvendu Adhikari: লক্ষ্মী প্রতিমা ভাঙচুর, প্রতিবাদীদের মারধরের অভিযোগ নিয়ে শুভেন্দুর দাবি খারিজ পুলিশের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ডায়মন্ড হারবারে লক্ষ্মী প্রতিমা ভাঙার পর, প্রতিবাদীদের মারধরের অভিযোগ নিয়ে শুভেনদু অধিকারীর দাবি খারিজ করল পুলিশ। বৃহস্পতিবার বিরোধী দলনেতা, এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছিলেন, বজবজের বাওয়ালিতে লক্ষ্মী প্রতিমা ও মণ্ডপ ভাঙচুর হয়েছিল। তার প্রতিবাদ করেছিলেন পুজো উদ্যোক্তারা। কিন্তু প্রতিবাদীদেরই মারধর করেছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন দে। অবিলম্বে তাঁকে সাসপেন্ড করা উচিত। এক্স হ্যান্ডল পোস্টে লেখেন বিরোধী দলনেতা। এই নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি-র বক্তব্য, ঘটনায় কোনও সাম্প্রদায়িকতার যোগ নেই। উত্তেজনা প্রশমনে জনতাকে এলাকা থেকে সরানো হচ্ছিল। সে সময়ে এক ব্যক্তিকে বার বার সরতে বলার পরও, তিনি না সরায় পুলিশ লাঠিচার্জ করে।
"রাজের হাসপাতালগুলির উন্নয়নে ১১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে'। সরকারি হাসপাতাল পরিষেবা না দিলে মানুষ কোথায় যাবে?' 'দিদি হিসেবে বলছি, আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। আপনারা অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন।" জুনিয়র চিকিৎসকদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যাের।