Lalan Sheikh Case: অনুমতি ছাড়া করা যায় না টেস্ট, লালন শেখের মৃত্যু মামলায় তাই হল না পলিগ্রাফ

লালন শেখের মৃত্যু মামলায় পলিগ্রাফ টেস্টে না সিবিআই-এর দুই কনস্টেবলের আপাতত পলিগ্রাফ টেস্ট করাতে পারবে না রাজ্য পুলিশের সিট
বগটুই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর দিন ঘটনাস্থলে ছিলেন এই দুই কনস্টেবল
তদন্তকারীরা মনে করছেন, তাঁরা তথ্য গোপন করছেন ও বিভ্রান্ত করার চেষ্টা করছেন
সেই কারণে তাঁদের পলিগ্রাফ টেস্ট করাতে চেয়ে রামপুরহাট আদালতে আবেদন করে সিট
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কারও অনুমতি ছাড়া পলিগ্রাফ টেস্ট করা যায় না। সিবিআই-এর দুই কনস্টেবলও সেই অনুমতি দেননি।
এর আগে ধৃত আনারুল শেখ-সহ একাধিক অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট করতে চেয়েছিল সিবিআই
সেই সময় তারাও কেউ অনুমতি দেননি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola