Lata Mangeshkar Demise: গানে গানে লতা মঙ্গেশকরকে স্মরণ অনুপম রায়ের | Bangla News

Continues below advertisement

চলে গেলেন ভারতরত্ন। ৯২ বছর বয়সে চিরবিদায় সুর-সম্রাজ্ঞীর (Lata Mangeshkar)।  গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে ছিলেন ICU-তেই। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দৌরে জন্ম হয় লতা মঙ্গেশকরের। তাঁর বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন খ্যাতনামা মরাঠী, কোঙ্কনী সঙ্গীতশিল্পী এবং নাট্যশিল্পী। ৩৬টিরও বেশি ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন লতা মঙ্গেশকর। রেখে গেলেন তাঁর অনবদ্য সৃষ্টি এবং লক্ষ লক্ষ অনুরাগীকে। অনবদ্য এই শিল্পীকে স্মরণ করে গান গাইলেন অনুপম রায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram