Lay off Employees: 'অর্ডার কম', দুর্গাপুরের বেসরকারি কারখানায় ছাঁটাই প্রায় ২০০ ঠিকা শ্রমিক, বিক্ষোভ

Continues below advertisement

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভোটের ফল প্রকাশের পর কাজ হারালেন একটি বেসরকারি কারখানার প্রায় ২০০ জন ঠিকা শ্রমিক। কোকওভেন থানা এলাকার ওই কারখানার কর্তৃপক্ষ ওই ২০০ জন কর্মীকে ছাঁটাই করেছে। প্রতিবাদে আজ সকাল থেকেই কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন ছাঁটাই হওয়া ঠিকা শ্রমিকরা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মালিকপক্ষ তাদের জানিয়েছে, এখন অর্ডার কম। ঠিকা কর্মী ছাঁটাই না করলে কারখানা চালানো মুশকিল। তাই বাধ্য হয়েই তাদের এই পথ নিতে হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তারা ঠিকাকর্মীদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram