Rahul Gandhi: লোকসভার বিরোধী দলনেতা হলেন রাহুল গাঁধী | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: I.N.D.I.A ব্লকের নেতাদের এদিন বৈঠক বসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে। এর আগে লোকসভা ভোটের ফল ঘোষণার পরপরই কংগ্রেস ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে রাহুলকে লোকসভায় বিরোধীদের নেতৃত্ব দেওয়ার সুপারিশ করার জন্য ভোট দিয়েছিল। যদিও সেই সময় রাহুল জানিয়েছিলেন, এনিয়ে তিনি পরে সিদ্ধান্ত নেবেন।

২০২৪-এর লোকসভা ভোটে কংগ্রেস একাই ৯৯টি আসনে জয়লাভ করেছে। I.N.D.I.A ব্লকে যে সব দল রয়েছে তাদের মধ্যে কংগ্রেসই সর্বাধিক আসনে জিতেছে। স্বাভাবিকভাবেই বিরোধী শিবিরে এবার তাদের জোরও বেশি হওয়ার কথা, এমনই বলছে রাজনৈতিক মহল। তাছাড়া লোকসভা বিরোধী দলনেতার পদ পাওয়ার জন্য একটি রাজনৈতিক দলের ৫৫টির বেশি আসনে জয়লাভের প্রয়োজন। এই পরিস্থিতিতে রাহুলের লোকসভা বিরোধী দলনেতা পদে নিয়োগ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে কারণ হচ্ছে। কারণ, ইতিমধ্যেই স্পিকার পদ নিতে বিস্তর প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে শাসক ও বিরোধী শিবির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram