Left : 'চোর তাড়াও, বেহালা বাঁচাও' স্লোগান, লিফলেট বিলি করে পার্থকে অপসারণের দাবিতে পথে বামেরা। ABP

Continues below advertisement

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দাবিতে পথে নামল সিপিএম। চোর তাড়াও, বেহালা বাঁচাও স্লোগান তুলে এবার বাড়ি বাড়ি যাবেন বাম কর্মী, সমর্থকরা। বিলি করবেন লিফলেট। সিপিএমের কলকাতা জেলা কমিটির তরফে লিফলেটে লেখা হয়েছে, আস্ত শিক্ষা দফতরটাই গারদের ভিতরে দাগী দুষ্কৃতীদের সঙ্গী। বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। সিপিএমের প্রশ্ন, এই অবস্থায় বিধায়কের শংসাপত্র ও অন্যান্য জরুরি পরিষেবা পেতে বেহালার মানুষ কী প্রেসিডেন্সি জেলের দরজায় মাথা ঠুকবেন? বিধায়ক তহবিলের টাকা সরকারি কোষাগারে পড়ে নষ্ট হোক, বেহালার উন্নয়ন স্তব্ধ হয়ে যাক, তা সাধারণ মানুষ চান না। এর প্রেক্ষিতে বিধায়ক পদে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে সিপিএমের তরফে লিফলেট বিলি করা হচ্ছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram