Lenin Statue Vandalised : নকশালবাড়িতে লেনিনের মূর্তি ভাঙচুর, নেপথ্যে কারা ?
Continues below advertisement
ফের লেনিনের মূর্তি ভাঙচুর ! এবার ঘটনাস্থল নকশালবাড়ি। যা আজও সশস্ত্র আন্দোলনের আঁতুড়ঘর বলেই পরিচিত। ভাঙচুর করা হয়েছে নকশালবাড়ি আন্দোলনের শহিদ বেদীও। ১৯৬৭ সালে নকশালবাড়িতে আন্দোলনরত কৃষকদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ (Police) ও আধাসেনা। গুলিতে শিশু-সহ ১১ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের স্মৃতিতে শহিদ বেদী তৈরি করেছিলেন তৎকালীন CPIML নেতৃত্ব। পরে সেখানে মার্কস, এঙ্গেলস, লেনিন, চারু মজুমদার সহ ৯ জনের মূর্তি স্থাপন করা হয়।
Continues below advertisement