Leoperd Trapped: নকশালবাড়িতে বন দফতরের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ।Bangla News

Continues below advertisement

শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায় বন দফতরের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। বন দফতর সূত্রে খবর, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চিতাবাঘটি উত্‍পাত করছিল। একজন চিতাবাঘের হামলায় জখমও হন। এরপর চা বাগান এলাকায় ফাঁদ পাতে বন দফতর। আজ সকালে দেখা যায়, খাঁচাবন্দি হয়েছে চিতাবাঘটি। বন দফতর সূত্রে খবর, প্রাথমিক চিকিত্‍সার পর চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram