Football Player Food Delivery Girl: ফুটবল পায়ে নয়, ফুড-ব্যাগ কাঁধে কাটছে জীবন ! ডেলিভারি গার্ল পৌলমী
Continues below advertisement
শয়নে, স্বপনে, জাগরণে ফুটবল। জুনিয়র টিমে খেলেছেন। জাতীয় স্তরে। দেশে-বিদেশে খেলতে গিয়েছেন। জাতীয় দলের জার্সি গায়ে। অনেক কষ্ট এসেছে। ফুটবল ছাড়েননি। নুন আনতে পান্তা ফুরনো সংসারেও স্বপ্ন দেখতেন, ফুটবল নিয়েই কিছু করবেন। সময় গড়িয়েছে। আর ভাবনাগুলোও যেন পালটে গিয়েছে একটু একটু করে। বাবা যে একা। সংসারের ভার কত আর টানবেন তিনি ! এই ভাবনা থেকে ফুটবল কিট পাশে সরিয়ে রেখে এখন কাঁধে তুলে নিয়েছেন ডেলিভারির ব্যাগ। ফুটবলে পা লাগিয়ে দৌড়ে বেড়ানো মেয়েটা আজও দৌড়ে বেড়ায়। তবে ফুড ডেলিভারির ব্যাগ কাঁধে। মাঠ দাপিয়ে বেড়ানো নয়, স্বপ্ন এখন, কাস্টমারকে খাবার পৌঁছে দিতে যেন দেরি না হয়ে যায়। এবিপি লাইভে কথা বলতে গিয়ে ভিজে এল চোখ। যে চোখে অন্যরকম স্বপ্ন দেখেছিলেন। বেহালার পৌলমী অধিকারী এখনও স্বপ্ন দেখেন জাতীয় দলের সিনিয়র টিমে খেলার।
Continues below advertisement
Tags :
Football Football In India Indian Women Football Player Football Player Zomato Delivery Girl Poulami Adhikari Poualmi Adhikari Zomato