Kolkata Health News: শুধু সোনারপুর নয়, এবার ভবনীপুরে IILDS-এর দ্বিতীয় শাখা খুলছে লিভার ফাউন্ডেশন

Continues below advertisement

Liver Foundation: লিভারের কোনও সমস্যা হলে এতদিন সোনারপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস বা IILDS-এ ছুটতে হত রোগীদের। এবার ভবনীপুরে IILDS-এর দ্বিতীয় শাখা খুলছে লিভার ফাউন্ডেশন। নতুন হাসপাতাল ছাড়াও একগুচ্ছ নতুন পরিকল্পনা রয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার। আঠারো পার করে উনিশে পা দিল লিভার ফাউন্ডেশন ওয়েস্টবেঙ্গল। ৩০ জুন ছিল তাদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করে এই সংস্থা । লিভার ফাউন্ডেশনের তৈরি হাসপাতালের নাম ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস বা IILDS। এতদিন এই হাসপাতাল ছিল সোনারপুরে। প্রতিষ্ঠা দিবসে হাসপাতালের দ্বিতীয় শাখা তৈরির কথা ঘোষণা করা হয়। ভবানীপুরে তৈরি হচ্ছে IILDS-এর দ্বিতীয় শাখা। গুরু তেগ বাহাদুর মেডিক্যাল সার্ভিস সেন্টার নামে ডি এল খান রোডে একটি হাসপাতাল দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে ছিল।সেখানেই তৈরি হচ্ছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেসের দ্বিতীয় শাখা। নতুন হাসপাতাল প্রথমে OPD পরিষেবা চালু হবে, থাকবে একাধিক টেস্টের ব্যবস্থা। পরে চালু হবে ৫০ শয্যা বিশিষ্ট ইনডোর পরিষেবা। নতুন হাসপাতাল ছাড়াও সোনারপুরে একটি নতুন বিশ্ববিদ্যালয়ও চালু করতে চলেছে লিভার ফাউন্ডেশন। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram