Local Train Service: নিত্যযাত্রীদের মধ্যে কীভাবে মানা সম্ভব দূরত্ববিধি? উঠছে প্রশ্ন | Bangla News

Continues below advertisement

আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন (Local Train)। করোনার (Corona) বাড়বাড়ন্ত দেখেই সরকারের এই সিদ্ধান্ত। অফিস টাইমে নিউ ব্যারাকপুরে (New Barrackpore) রাজ্যের লাগু করা নিয়ন্ত্রণবিধি না মানার ছবি স্পষ্ট। এক যাত্রী জানান, "নিয়ন্ত্রণ কীভাবে হবে? একসঙ্গে চারজন বসেছি।" নিত্যযাত্রীদের মধ্যে প্রশ্ন উঠছে যে এই বিধি কি আদৌ মেনে চলা সম্ভব? রেলের নিরাপত্তারক্ষীদের তরফেও কোনও নজরদারি চোখে পড়েনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram