Local Train Service: দমদম স্টেশনে আজ অপেক্ষাকৃত ফাঁকা ট্রেন, জোর স্যানিটাইজেশনে | Bangla News

Continues below advertisement

করোনা (Corona) আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে চাকা গড়াল লোকাল ট্রেনের (Local Train)। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য। লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। যাত্রীদের মধ্যে দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসনের মধ্যে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। এছাড়া, যাত্রীদের মধ্যে সতর্কতামূলক প্রচার চালাবে রেল কর্তৃপক্ষ। থাকছে নজরদারি। সরকারি-বেসরকারি, অধিকাংশ অফিস খুলে গেলেও, লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ৬ মাসে হয়রানির শিকার হতে হয়েছেন যাত্রীদের একটা বড় অংশ। আজ থেকে ট্রেন চালু হওয়ার খবরে তাঁরা খুশি। দমদম স্টেশনে (Dumdum Jn Station) প্রত্যাশা মতোই আজ যাত্রীসংখ্যা অনেকটাই কম। রেল প্রতি ক্ষেত্রে সচেতনতায় জোর দিচ্ছে। আরপিএফের সদস্যরা তৎপর। প্রথম দিনে ট্রেন চালু হয়ে যাওয়ায় অনেকেই স্টেশনে এসেছেন। দমদম স্টেশনে ট্রেন যথেষ্ট ফাঁকা। তবে আগামীকাল সোমবার থেকে কী অবস্থা হয়, তাই দেখার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram