Bankura: ঝাঁটা, খুন্তি, সাঁড়াশি, বঁটি নিয়ে মহিলাদের প্রতিরোধ গড়ে তোলার বিধান লকেট চট্টোপাধ্যায়ের | Bangla News
প্রতিশোধ না নিলেও, প্রতিরোধ করতে হবে। ঝাঁটা, খুন্তি, সাঁড়াশি, বঁটি নিয়ে মহিলাদের প্রতিরোধ গড়ে তোলার বিধান দিলেন লকেট চট্টোপাধ্যায়। নাম না করে তৃণমূলকে নিশানা করলেন হুগলির বিজেপি সাংসদ। জবাব দিতে দেরী করেনি তৃণমূল।