Egg Price: ফের ঊর্ধ্বমুখী ডিমের দাম, পকেটে টান মধ্যবিত্তের | Bangla News
Continues below advertisement
ফের ঊর্ধ্বমুখী ডিমের দাম (Egg Price Hiking)। কলকাতার(Kolkata) কোনও কোনও বাজারে এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। এর আগে নভেম্বরের (Novembar) শেষে ডিমের দাম ৫০ পয়সা বেড়েছিল। হাঁসের ডিম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম বাড়ায় পকেটে টান পড়ছে মধ্যবিত্ত ক্রেতাদের।
Continues below advertisement