Adhir Chowdhury: 'কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাঁকে খাতির করব না', খাড়গের মন্তব্যে প্রতিক্রিয়া অধীরের

Continues below advertisement

ইন্ডিয়া জোট ইস্যুতে মমতার পাশে খাড়গে, কড়া বার্তা অধীরকে। 'মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সঙ্গে আছেন, সেটা স্পষ্ট। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্ত নেয় হাইকম্যান্ড। আমরা যে সিদ্ধান্ত নেব, সেটাই চূড়ান্ত হবে। আমাদের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে।' মুম্বইয়ে ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠকে কড়া বার্তা কংগ্রেস সভাপতির।

এপ্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে অধীর চৌধুরী বলেন, 'বাংলায় দলকে রক্ষার জন্য নৈতিক লড়াই করছি। কংগ্রেসকে কেউ খতম করবে, আমি তাঁকে খাতির করব না। দলের সৈনিক হিসেবে এই লড়াই থামাতে পারব না', মন্তব্য অধীরের। 

এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের জাতীয় সভাপতি। জাতীয় দলের সর্বভারতীয় সভাপতি। তিনি রেখেঢেকে বলছেন। তিনি রেখেঢেকে বলছেন। দুই রকম-তিন রকম ভাবেই বলছেন। বিজেপির পক্ষে শক্তি যারা তারা যাতে বেশি শক্তিশালী না হয় সেদিকে তাঁকে খেয়াল রাখতে হচ্ছে। আবার বিজেপিকে যারা তৃণমূলের মতো সাহায্য করে তাদের সঙ্গেও থাকতে পারছেন না, বাইরেও থাকতে পারছেন না। "

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram