Purba Bardhaman: পূর্ব বর্ধমানের জেলাশাসকের বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ আদালতের | ABP Ananda LIVE
ABP Ananda Live: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জেলাশাসকের বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ আদালতের। জেলাশাসকের বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ পূর্ব বর্ধমান জেলা আদালতের। 'বাংলো বিক্রি করে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমিদাতার পরিবারকে টাকা দেওয়া হবে', ২০০৭-এ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের জন্য জমি দেন সুশান্তকুমার গোস্বামী নামে এক ব্যক্তি। ২০১০ সালে তৎকালীন বাজারদর অনুযায়ী সংশ্লিষ্ট জমিদাতাকে ২৬ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ। টাকা না পাওয়ার অভিযোগে ২০১৫ সালে ফের আদালতে যায় জমিদাতার পরিবার। সেই সময় ওই জমির বাজারমূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ৫৪ লক্ষ টাকা। ২০২৩ সালে জমিদাতার পরিবার দাবি করে, ওই জমির বাজারদর প্রায় ২ কোটি টাকা। সেই মামলার প্রেক্ষিতে পূর্ব বর্ধমানের জেলাশাসকের বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ আদালতের। 'বাংলো বিক্রি করে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমিদাতার পরিবারকে টাকা দেওয়া হবে', জানাল পূর্ব বর্ধমান জেলা আদালত।