Lok Sabha election 2024: 'হাওড়াকে ভেঙে চুরমার করে দিয়েছে', আক্রমণ রথীন চক্রবর্তীর | ABP Ananda LIVE

Continues below advertisement

Lok Sabha Vote 2024: লোকসভা ভোটের (lok sabha electin 2024)প্রচারে পুরসভা ভোটের দাবি। তা নিয়েই সরগরম হাওড়া(howrah) সদর কেন্দ্রের ভোট-রাজনীতি। পুর পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে(tmc) বিঁধেছেন বিজেপি প্রার্থী। পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। তৃণমূল-বিজেপি দু'পক্ষকেই একহাত নিয়েছে সিপিএম। 'নবান্ন থেকেও যদি হাওড়ার প্রতি কেউ ঔদাসীন্যের চরম কিছু দেখিয়ে থেকে থাকতে পারে, তাহলে এই সরকার করেছে সেখানে। আজকে হাওড়াকে ভেঙে চুরমার করে দিয়েছে', বললেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। 'হাওড়ার পুরসভার ভোট হয়নি, তার কারণ হচ্ছে যাকে আমরা মেয়র করেছিলাম তিনি হঠাৎ বালিকে হাওড়ার মধ্যে অন্তর্ভুক্ত করালেন। মানুষের মনে ক্ষোভ থাকলে মানুষ কর্পোরেশনে গিয়ে হইচই করত, আন্দোলন করত, মারামরি করত।সেসব তো মানুষ কিছু করেনি, মানুষ ভালভাবেই আছে, পরিষেবা পাচ্ছে'। বললেন তৃণমূল বিধায়ক অরূপ রায়।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram