Lok Sabha Vote: বিজেপির বুথ সভাপতি বিজয় ভুঁইয়ার খুনের তদন্তে ময়নায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

Continues below advertisement

Calcutta High Court: ময়নায় বিজেপির (BJP)বুথ সভাপতি খুনের মামলায় নড়েচড়ে বসল এনআইএ(NIA)। এর আগে কলকাতা হাইকোর্টের (Calcutta high court)ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছিল। বিজয় ভুঁইয়ার খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে(est medinipur) পৌঁছে গিয়েছে এনআইএ টিম। এই মামলায় ৩৬ জনের নামে এফআইআর দায়ের হয়েছিল। এফআইআরে নাম থাকা অনেকেই তৃণমূল নেতা কর্মী। নিহত বিজয় ভুঁইয়ার স্ত্রী লক্ষ্মীর অভিযোগপত্রে ষড়যন্ত্রকারী হিসেবে নাম ছিল তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর। অভিযোগপত্রে নাম রয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইয়ের। এনআইএ তদন্তে নেমে সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে ।সিবিআইয়ের পর এবার পূর্ব মেদিনীপুরে এনআইএ। বিজেপির বুথ সভাপতি বিজয় ভুঁইয়ার খুনের তদন্তে ময়নায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তদের মধ্যে নাম তৃণমূলের সৌমেন মহাপাত্র ও সংগ্রাম দলুইয়ের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram