Lok Sabha Election: 'ঘাটালে গ্রামের পর গ্রামের বাসিন্দারা ভোট দিতে পারেনি', বড় অভিযোগ হিরণের

Continues below advertisement

দফায় দফায় বিক্ষোভের মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কোথাও গাড়ি আটকে বিক্ষোভ, কোথাও গাড়ির সামনে খড় ফেলে আগুন জ্বালানো হল। অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 'ঘাটালে গ্রামের পর গ্রামের বাসিন্দারা ভোট দিতে পারেনি', বড় অভিযোগ হিরণের                    

কেশপুরের মুগবসান এলাকায় হিরণ চট্টোপাধ্যায়কে চোর চোর স্লোগান। ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ির সামনে শ’ পাঁচেক তৃণমূল কর্মীর জটলা। বিক্ষোভকারীরা হিরণের গাড়ি ঘিরে ফেলেন তাঁরা। গাছের গুঁড়ি ফেলে আটকানো হয় রাস্তা। খড় ফেলে আগুন জ্বালিয়ে দেন তৃণমূল কর্মীরা। ১০০ দিনের টাকা চাই, দাবি উত্তেজিত জনতার। সামাল দিতে হিমশিম খায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। CRPF-এর DIG-র সামনেই চলে তাণ্ডব। পরে গাড়ি ঘুরিয়ে ফিরে যান হিরণ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram