Sandehskhali: জেলবন্দি সন্দেশখালির বিজেপি নেত্রী, হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: জেলবন্দি সন্দেশখালির (sandehskhali)বিজেপি নেত্রী, হাইকোর্টে (ca;cutta high court)প্রশ্নের মুখে পুলিশ। 'সন্দেশখালির বিজেপি (BJP)নেত্রী মাম্পি দাসকে জেল থেকে ছেড়ে দেওয়া উচিত'। লঘু ধারায় মামলার নোটিসের টোপ দিয়ে গ্রেফতার? প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর । 'মাম্পি দাসের বাড়িতে লাগানো নোটিসে জামিন অযোগ্য ধারা ছিল না'। '১৪ মে আত্মসমর্পণের সময় জামিন অযোগ্য ধারার কথা জানিয়ে গ্রেফতার'। হাইকোর্টে সওয়াল বিজেপি নেত্রীর আইনজীবীর । নিম্ন আদালতে কেস ডায়রিও পেশ করেনি পুলিশ, দাবি মাম্পি দাসের আইনজীবীর। গোটা ঘটনার পিছনে কার মাথা কাজ করছে? কার পরিকল্পনা? রাজ্যকে প্রশ্ন মাননীয় বিচারপতির। নিম্ন আদালতের বিচারক, পুলিশ কেউ কি সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মাননীয় বিচারপতির।
Continues below advertisement
Tags :
Sandeshkhali ABP Ananda Calcutta High Court Lok Sabha Election 2024 Wets Bengal Sandehskhali Incident