TMC News: জোড়াসাঁকোর প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ ফের তৃৃণমূলে এলেন | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: জোড়াসাঁকোর (jorasanko)প্রাক্তন তৃণমূল বিধায়ক (tmc leader)দীনেশ বাজাজ (dines bajaj)ফের তৃৃণমূলে এলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দানেশ বাজাজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে বছর খানেকের মধ্যেই তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়। এবার মানিকতলা বিধানসভা আসনে উপনির্বাচনের আগে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে রবিবার এক ঘরোয়া বৈঠকে সামিল হয়ে দীনেশ বাজাজ নিজেই জানালেন ঘরে ফিরে এলেন। বৈঠকে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আভায়ক কুণাল ঘোষ এবং চিপ ইলেকশন এজেন্ট অনিন্দ্য রাউত। 

কাঞ্চনজঙ্ঘার জন্য সকাল ৮টা ২০-তে মেমো ইস্যু করা হয়েছিল।নিয়ম মেনে ১৫ মিনিট পর ৮টা ৩৫-এ মেমো দেওয়া হয় মালগাড়ির চালককে। প্রশ্ন উঠছে, নিয়ম মেনে সমস্ত কিছু হলে, সিগনাল উপেক্ষা করার বিষয়টি ঘটল কী করে? দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল। উত্তর-পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনককুমার গর্গের তত্ত্বাবধানে কাল থেকে এই তদন্ত প্রক্রিয়া শুরু হবে। কারও কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনও তথ্য থাকলে তাঁরা তা তদন্ত কমিশনের কাছে জানাতে পারবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনের ADRM-এর অফিসে এই কমিশন বসবে। এ ছাড়াও সুরক্ষা কমিশনারকে চিঠি পাঠিয়েও দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দেওয়া যেতে পারে। 'মৃত পাইলটের কাঁধে বন্দুক রেখে রেল এখান থেকে বেরিয়ে আসতে চাইছে' রেল দুর্ঘটনায় মোদি সরকারকে নিশানা উদয়ন গুহর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram