TMC Meeting: উত্তরে হারের কারণ পর্যালোচনা করতে গৌতম দেব, নির্মলচন্দ্র রায়দের সঙ্গে বৈঠক ফিরহাদের

ABP Ananda Live: দার্জিলিং, জলপাইগুড়িতে হারের কারণ পর্যালোচনা তৃণমূলের। গৌতম দেব, নির্মলচন্দ্র রায়দের সঙ্গে বৈঠক ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। 'উত্তরবঙ্গে সংগঠনে হয়তো কিছু খামতি আছে, নইলে ফল আরও ভাল হত'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের কথা বেশি করে তুলে ধরতে হবে'। 'ট্রেনিং দিয়ে কর্মীদের জনসংযোগ বাড়াতে উদ্বুদ্ধ করতে হবে'। শিলিগুড়ি, জলপাইগুড়ি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা ফিরহাদ হাকিমের।

অন্য়দিকে, ভোট মিটতেই মিনাখাঁয় ফিরলেন আগের এসডিপিও। মিনাখাঁর এসডিপিও পদে ফেরানো হল আমিনুল ইসলাম খানকে। সন্দেশখালিকাণ্ডে মিনাখাঁর তৎকালীন এসডিপিও-র ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।'শেখ শাহজাহানের শাগরেদ উত্তম সর্দারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই'। সন্দেশখালিকাণ্ডের সময় দাবি করেন আমিনুল ইসলাম খান। সন্দেশখালিকাণ্ডের তদন্তে আমিনুলের বাড়িতেও যায় সিবিআই। বসিরহাটে ভোটের আগে আমিনুলকে সরিয়ে অমিতাভ কোনারকে এসডিপিও করে কমিশন। ভোট মিটতেই আমিনুল ইসলাম খানকে ফেরানো হল মিনাখাঁর এসডিপিও পদে। অমিতাভ কোনারকে পাঠানো হল হাওড়ার ডিএসপি হেডকোয়ার্টার পদে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola