Lok Sabha Elections।উত্তপ্ত ভাঙড়,২ TMC কর্মীকে মারধরের অভিযোগ ISF-এর বিরুদ্ধে,পাল্টা অভিযুক্ত ISF-ও
Continues below advertisement
ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল ISF-এর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলও
ISF কর্মীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে। উত্তর কাশীপুর থানার মাঝেরআইট এলাকার ঘটনা। এই ঘটনায় এক ISF কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কর্মীদের ৫টা বাইক আটক করা হয়েছে।তৃণমূলের দাবি, গতকাল রাতে পিকনিক সেরে বাড়ি ফিরছিলেন তাদের কর্মীরা। অভিযোগ, ISF কর্মীরা তাঁদের গ্রামে ঢুকতে বাধা দেন। ২ তৃণমূল কর্মীকে মারধরও করা হয়। এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। পাল্টা ISF-এর দাবি, মাঝেরআইট এলাকা তাদের দখলে থাকায় বহিরাগতদের নিয়ে হামলা চালায় তৃণমূল। ISF কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। উত্তর কাশীপুর থানায় তৃণমূলের তরফে অভিযোগ দায়ের হয়েছে।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Congress TMC BJP Narendra Modi CPIM PM Modi Lok Sabha Elections 2024 Lok Sabha Elections Result 2024 Elections 2024 Lok Sabha Chunav Result 2024