Bangladesh MP Murder। বাংলাদেশের সাংসদের দেহাংশের খোঁজে বাগজোলা খালে নৌসেনার তল্লাশি । ABP Ananda
বাংলাদেশের সাংসদের দেহাংশের খোঁজে নৌসেনার সাহায্য নিল সিআইডি। বাগজোলা খালে বিশেষ মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি নৌসেনার। নিউটাউনের ফ্ল্যাটে খুন হন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। খুনের পর চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে কাটা হয় দেহ। এখনও মেলেনি আওয়ামি লিগ সাংসদের দেহাংশ।
ডিসক্লেমার : এই খুনের খবর ও বর্ণনা আপনাকে বিচলিত করতে পারে। দুর্বলচিত্তের মানুষদের না-দেখাই শ্রেয়।
আজকের অন্যান্য গুরুত্বপূর্ণ খবর: রাত পোহালেই জানা যাবে দেশের রায়। রাজ্যের ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি কেন্দ্রে। থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। চলছে সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টার নজরদারি।
পুনর্নির্বাচনেও অশান্তি। বারাসাতের কদম্বগাছিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বুথে গেলে বিজেপি নেতা সঙ্গে পুলিশের বচসা। কাকদ্বীপেও একটি বুথে চলছে ভোটগ্রহণ।
যেন নন্দীগ্রামে গণনাকাণ্ডের পুনরাবৃত্তি না হয়। গণনা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকবেন। ভার্চুয়াল বৈঠকে নেতাদের বার্তা অভিষেকের। ফল বুঝতে পারছেন, খোঁচা দিলীপের।
কালীগঞ্জে বিজেপি কর্মী খুনে এখনও অধরা মূল অভিযুক্ত। খুনের কথা আগেই জানত পুলিশ, চাঞ্চল্যকর অভিযোগ নিহতের পরিবারের। সিবিআই দাবি।
পুরনো মামলার নিষ্পত্তির কথা বলে ডেকেছিল পুলিশ, দাবি নিহত বিজেপি কর্মীর বাবার। জমি সংক্রান্ত বিবাদে পুরনো শত্রুতার জেরে খুন, দাবি পুলিশের।
সন্দেশখালিতে ভোটের দিন হামলার অভিযোগে পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমার। রাস্তায়
নামলেন মহিলারা। আটক করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ছিনতাই।
ভোট-পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়। তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। আহত দুপক্ষেরই বেশ কয়েকজন।