Loksabha Election: কাল ষষ্ঠ দফা, বাংলার ৮ আসনে ভোট, মোতায়েন ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮৯২ QRT | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কাল ষষ্ঠ দফা, বাংলার ৮ আসনে ভোট । তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুরে নির্বাচন । পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রামে ভোট । ষষ্ঠ দফায় ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮৯২ QRT । পশ্চিম মেদিনীপুর: ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২১৩ QRT বাঁকুড়া: ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৭৩ QRT । ঝাড়গ্রাম: ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১২৮ QRT । পূর্ব মেদিনীপুর: ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২৩২ QRT । পুরুলিয়া: ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৩২ QRTমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রা। বাগবাজার মায়ের বাড়ি থেকে মিছিল যাবে বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিট পর্যন্ত। গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার স্ট্রিট, শ্যামবাজার হয়ে মিছিল যাবে বিধান সরণি হয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।