Subhendu Adhikari: কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশি হানা, কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে পুলিশি হানা। সেখানকার কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এনিয়ে চক্রান্তের অভিযোগ তুলেছেন শুভেনদু অধিকারী। যদিও পুলিশ সূত্রে দাবি, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালানো হয়। শুভেন্দু অধিকারীর কথায়, 'ওরা ওখানে যথেষ্ট অসভ্য়তামি করেছে, এক ঘণ্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে CI তমলুক। ওই ব্য়াটার নামটা কী? চম্পকরঞ্জন চৌধুরী।...তারা আমাকে বলছে আই প্য়াকের লোকজনও সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে কিছু নয় অস্ত্র, নয় ড্রাগ, নয় টাকা নিয়ে গেছিল।'

শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়াবাড়িতে হানা দিল পুলিশ। পুলিশের সঙ্গে বচসা...ধস্তাধস্তি হয়। আর, তা নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা। শুভেন্দু বলছেন, 'আমি অবাক কোন রাজ্য়ে বসবাস করছি! ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং CI তমলুক-কে সাসপেন্ড করবে না? আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি। আম ট্রান্সফার চাইছি না, সাসপেনশন চাইছি। ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি SP-র নির্দেশও থাকে, SP-কেও সাসপেন্ড করতে হবে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola