Loksabha Election 2024: ভোট মিটতেই ভাটপাড়ায় আক্রান্ত হলেন বিজেপির পোলিং এজেন্ট ও দু'জন বুথ কর্মী
ভোট মিটতেই ভাটপাড়ায় আক্রান্ত হলেন বিজেপির পোলিং এজেন্ট ও দু'জন বুথ কর্মী। অন্যদিকে উলুবেড়িয়ায় এক তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল। দুপক্ষই হামলার অভিযোগ অস্বীকার করেছে। সোমবার কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিতেই কেটেছিল ব্যারাকপুর লোকসভার ভোটগ্রহণ। কিন্তু ভোট মিটতেই ফের সন্ত্রাসের অভিযোগ উঠল ভাটপাড়ায়। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ উঠেছে উলুবেড়িয়া থেকেও। সোমবার একাধিক জায়গায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন ব্য়ারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আর ভোট মিটতেই ভাটপাড়ায় আক্রান্ত হলেন বিজেপির পোলিং এজেন্ট ও দু'জন বুথ কর্মী। অভিযোগ, লোহার রড, বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায় তৃণমূলের কর্মীরা। অর্জুন সিংহ বলছেন, "পার্থ ভৌমিক কত নোংরা লোক হতে পারে এতেই বোঝা যায়। ভোটে হেরে যাওয়ার ভয়ে, ভয়ে কী,হেরে গেছে। তিন জন শুধু নয়, পাঁচ সাত জনকে ভোটের পর ওর গুন্ডারা হামলা করেছে। পুরো তৃণমূল আজ মুখোশ খুলে গেল মমতা ব্যানার্জির, গুন্ডা ছাড়া তৃণমূলের সঙ্গে কেউ নেই।'