Dev: হাতে নগদ মাত্র ২৬ হাজার, ব্যাঙ্কে আছে ২৮ কোটি,আয়-ব্যয়ে দেব-সম্পত্তির খতিয়ান | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: হাতে নগদ মাত্র ২৬ হাজার টাকা। কিন্তু ব্যাঙ্কে আছে ২৮ কোটি। কোটি টাকার গাড়ি চড়েন, হাতে পরেন সাড়ে ১২ লক্ষ টাকার ঘড়ি। তিনি দীপক অধিকারী। ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী। আজকের আয়-ব্যয়ে দেব-সম্পত্তির খতিয়ান।২৫ মে, লোকসভা ভোটের ষষ্ঠ দফায় ঘাটাল কেন্দ্রে ভোট হবে। দেবের সংসদীয় এলাকায় চাকরি বিক্রির অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে ইতিমধ্যেই। গঙ্গেশ সাঁতরা নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, আশাকর্মী পদে মেয়ের চাকরির জন্য সত্যরঞ্জন ঘোষ নামে স্থানীয় একজনের মাধ্যমে দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে ২ লক্ষ টাকা দিয়েছেন। ঘাটালের ওই বাসিন্দা আরও অভিযোগ করেন, ঘটনার পর চন্দ্রকোণা থানায় FIR করতে গেলে ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। বাধ্য হয়ে ইমেল মারফৎ থানায় অভিযোগ জানান তিনি। যদিও যার বিরুদ্ধে মূল অভিযোগ, ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি সেই রামপদ মান্না, বিষয়টি জানেন না বলেই দাবি করেন। এদিকে চন্দ্রকোণা থানার তরফে দাবি করা হয়, চাকরি দেওয়ার নামে প্রতারণা সংক্রান্ত কোনও অভিযোগ তাঁদের কাছে জমা পড়েনি। এমনকী এরকম অভিযোগ জানিয়ে কোনও ইমেল-ও তারা পাননি বলে দাবি করেছেন OC।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram