Loksabha Election: শেষ দফা ভোটের আগে কাল ফের বঙ্গে মোদি, রোড শো করবেন কলকাতায় | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কাল কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী । শেষ দফা ভোটের আগে কাল ফের বঙ্গে মোদি । শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো । নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন মোদি
কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী । বারাসাত ও যাদবপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন মোদি । অশোকনগর ও সোনারপুরে সভা করবেন প্রধানমন্ত্রী । 

দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ (Cyclone Remal Weather Update)। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট কমবে। 'ল্যান্ডফলের' পর শক্তি হারিয়েছে রেমাল। এই মুহূর্তে তা ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। এর ফলে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বইবে ঝোড়ো হাওয়া। রেমালের প্রভাবে আজও দক্ষিণববঙ্গ জুড়ে চলবে ভারী বৃষ্টি। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিকেলের পর কলকাতার আবহাওয়ার উন্নতি হতে পারে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram