Loksabha Election: ভোটের আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করার অভিযোগ | ABP ANANDA live
Continues below advertisement
ABP Ananda LIVE: ভোটের আগে জয়নগর লোকসভা কেন্দ্রের বকুলতলায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করার অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ধারাল অস্ত্রের কোপ ও বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের। অভিযোগের তির বিজেপির দিকে। বকুলতলা থানা এলাকার গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযোগ, গতকাল সন্ধে সাড়ে ৮টা নাগাদ নিজের এলাকায় ভোটার স্লিপ বিলি করার সময় আক্রান্ত হন তৃণমূল পঞ্চায়েত সদস্য। হামলাকারীরা প্রথমে গুলি ছোড়ে, লক্ষ্যভ্রষ্ট হলে তৃণমূল নেতাকে কুপিয়ে, বোমা ছুড়তে ছুড়তে পালায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা, পাল্টা দাবি করেছেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Continues below advertisement