Loksabha Election: ভোটের আগে বসিরহাটের বিজেপি নেত্রী তৃণমূলে | ABP Ananda live
ABP Ananda LIVE: ভোটের আগে বসিরহাটের বিজেপি নেত্রী তৃণমূলে । তৃণমূলে বসিরহাটের বিজেপি নেত্রী সিরিয়া পারভিন । 'আন্দোলনের জন্য টাকা-মোবাইল ফোন দেওয়া হত' । নারী নির্যাতনের অভিযোগ উড়িয়ে দাবি সিরিয়া পারভিনের ।
বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে হাড়োয়ার আটপুকুরে মঙ্গলবার বিকেলে তৃণমূলের দুটি প্রচারের মিছিল বের হয়। আটপুকুর এলাকা থেকে আদি তৃণমূলের কর্মী সমর্থকরা একটি মিছিল বের করে। অপরদিকে বিহারি এলাকা থেকে একটি নব্য তৃণমূলের কর্মী সমর্থকরা মিছিল বের করে। দুটি মিছিল বিহারি এলাকায় আসতে মুখোমুখি সংঘর্ষ হয়। আদি তৃণমূলের কর্মী সমর্থকরা নব্য তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়। লাঠি সোটা বাঁশ ইট-পাটকেল দিয়ে হামলা চালায়। ঘটনায় প্রায় আট জন আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় হাড়োয়া থানার পুলিশ।