Loksabha Election: ভোট শেষেও ব্যারাকপুরে অশান্তি, অর্জুন সিংহর নির্বাচনী এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি
ABP Ananda LIVE: ভোট শেষেও ব্যারাকপুরে অশান্তি । ভাটপাড়ায় অর্জুন সিংহর নির্বাচনী এজেন্টের বাড়ির সামনে বোমাবাজি । নৈহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে পড়ল বোমা ।দুটি ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি ও তৃণমূলের
লোকসভা ভোটে (Lok Sabha Election 2024 ) বাংলায় অন্যতম হেভিওয়েট কেন্দ্র হল সন্দেশখালি (Sandeshkhali)। জানুয়ারিতে পা দিয়েই সারা দেশের কেন্দ্রবিন্দুতে ছিল রামমন্দির ইস্যু। ঠিক সেভাবেই সন্দেশখালি ইস্যু রাজ্যের বুকে বড়সড় দাগ কেটে যায়। অভিযোগের পর অভিযোগে প্রায় জেরবার শাসকদল। দলে থাকাকালীন শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতনের অভিযোগে আগুন জ্বলে এই এলাকায়। কেন্দ্রীয় বাহিনীর (Centra Force) উপর হামলার পড়েই নড়ে বসে প্রশাসন।
নির্যাতিতাদের মুখ থেকে বেরিয়ে আসে বহুদিনের জমে থাকা অভিযোগ। যদিও এত সাতকাণ্ডের পরেও, বেশ দীর্ঘ সময় ধরে শেখ শাহজাহান অধরাই ছিল। যদিও তার গ্রেফতারিতেই বিতর্ক থামেনি। ভাইরাল ভিডিও, সহ একাধিক ইস্যুতে আজও ক্ষোভের আগুন বর্তমান। বলাইবাহুল্য, আজ লোকসভা ভোটের দিনে, তাই সবার নজরই ছিল এই কেন্দ্রতে। স্পর্শকাতর কেন্দ্রে আগে থেকেই কড়া নজর রাখছিল কেন্দ্রীয় বাহিনী। তবুও অশান্তিতেই কাটল অন্তিম দফা সন্দেশখালিতে।