Narendra Modi: প্রধানমন্ত্রী-মুখ্য়মন্ত্রীর বাগযুদ্ধের মধ্য়েই মোদির সভায় ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের সন্ন্যাসীদের একাংশকে তৃণমূলনেত্রীর আক্রমণ ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী ও মুখ্য়মন্ত্রীর এই বাগযুদ্ধের মধ্য়েই নরেন্দ্র মোদির পুরুলিয়ার ভোট প্রচারের সভামঞ্চেই দেখা গেল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘের এক সন্ন্যাসীকে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্ন্য়াসীদের একাংশের বিরুদ্ধে তৃণমূলনেত্রীর আক্রমণ ঘিরে রাজ্য় রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। সোমবার তিনি এনিয়ে ব্য়াখ্য়া দেওয়ার পরও বিতর্ক পুরোপুরি থামেনি। এদিন রাজ্য়ে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারাল আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। আর তা করতে গিয়ে, তিনি উত্তরবঙ্গের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, "সাধুদের ধমকি দিচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী। তার কথায় সাহাস পাচ্ছে দুষ্কৃতীরা। রামকৃষ্ণ মিশন , ইস্কন, ভারত সেবাশ্রম বাংলার আধ্মাতিক পরিচয়। জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে ভাঙচুর হয়েছে কর্মীদের মারা হয়েছে ধমকানো হয়েছে। দেশের কোনও মানুষ এই সব ভেবেছিলেন। নিজেদের ভোটব্যাঙ্ক খুশি করতে সীমা পার করছে তৃণমূল।''

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram