Lok Sabha Elections 2024: হুইলচেয়ারে ভোট কেন্দ্রে এসেও ভোট দেওয়া হল না ৯২-এর মায়ালতা রায়ের | ABP Ananda LIVE

Continues below advertisement

Lok Sabha Elections 2024: হুইলচেয়ারে ভোট কেন্দ্রে এসেও ভোট দেওয়া হল না ৯২-এর মায়ালতা রায়ের (Mayalata Roy)। পরিবারের দাবি, ২২ মে হোম ভোটিং-এর জন্য বাড়িতে যান নির্বাচন কমিশনের আধিকারিকরা। সে সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে আর যোগাযোগ করেনি কমিশন। তাই এদিন ভোট দিতে যান ৯২-এর বৃদ্ধা। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, হোম ভোটিং-এর ফলে ওই বৃদ্ধার নামে আগেই ব্যালট ইস্যু হয়ে যাওয়ায় এদিন তিনি ভোট দিতে পারেননি। 

কথায় বলে, ভোট মানে গণতন্ত্রের উৎসব। কিন্তু, শনিবার সেই উৎসবে সামিলই হতে পারলেন না। টালিগঞ্জের বাসিন্দা বছর ৯২-এর মায়ালতা রায়। হুইলচেয়ারে এসেও ভোটাধিকার প্রয়োগ করা হল না। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটার। প্রতিবারের মতো এবারও পরিবারের সঙ্গে বাড়ির পাশের মিলনগড় বালিকা বিদ্য়ালয়ের বুথে ভোট দিতে আসেন। কিন্তু, এরপরই তাঁকে জানানো হয় তিনি ভোট দিতে পারবেন না। ঘটনার সূত্রপাত গত ২২ মে। হোম ভোটিং-এর জন্য নব্বই পেরোনো মায়ালতা রায়ের বাড়িতে যান নির্বাচন কমিশনের আধিকারিকরা। পরিবারের দাবি, সে সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিবারের তরফে কমিশনের আধিকারিকদের পরে আসতে বলা হয়। এরমধ্য়েই ২৪ মে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন মায়ালতা রায়। তবে, পরিবারের দাবি, কমিশনের তরফে আর কেউ যোগাযোগ করেননি। যেদিন থেকে প্রথম ভোটার কার্ড হাতে পেয়েছেন, সেদিন থেকে কখনও ভোট দেননি এমন হয়নি নব্বইয়োর্ধ মায়ালতা রায়ের জীবনে। তাতেই ছেদ পড়ল ২০২৪-এর লোকসভা নির্বাচনে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram