Post Poll Violence: ভোট-পরবর্তী হিংসা, কোর্ট চাইলে আরও কিছুদিন থাকতে পারে কেন্দ্রীয় বাহিনী

Continues below advertisement

ABP Ananda LIVE: লোকসভা নির্বাচনের (loksabha election) ফল বেরনোর পর থেকেই রাজ্যের(west bengal) একাধিক প্রান্ত থেকে আসতে শুরু করেছে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। যেখানে অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত হয়েছে বিরোধী দলের কর্মী সমর্থকরা।ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় হাইকোর্টে (calcutta high court)রিপোর্ট জমা দিল রাজ্য় সরকার।তাতে বলা হয়েছে, ৬ থেকে ১২ জুন পর্যন্ত রাজ্য়ের DG-র ইমেলে ৫৬০টি অভিযোগ জমা পড়েছে। এই জমা পড়া অভিযোগের মধ্য়ে ১০৭টি ঘটনায় দায়ের করা হয়েছে FIR। 

কাঞ্চনজঙ্ঘার জন্য সকাল ৮টা ২০-তে মেমো ইস্যু করা হয়েছিল।নিয়ম মেনে ১৫ মিনিট পর ৮টা ৩৫-এ মেমো দেওয়া হয় মালগাড়ির চালককে। প্রশ্ন উঠছে, নিয়ম মেনে সমস্ত কিছু হলে, সিগনাল উপেক্ষা করার বিষয়টি ঘটল কী করে? দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল। উত্তর-পূর্ব রেলের মুখ্য সুরক্ষা কমিশনার জনককুমার গর্গের তত্ত্বাবধানে কাল থেকে এই তদন্ত প্রক্রিয়া শুরু হবে। কারও কাছে দুর্ঘটনা সম্পর্কিত কোনও তথ্য থাকলে তাঁরা তা তদন্ত কমিশনের কাছে জানাতে পারবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনের ADRM-এর অফিসে এই কমিশন বসবে। এ ছাড়াও সুরক্ষা কমিশনারকে চিঠি পাঠিয়েও দুর্ঘটনা সংক্রান্ত তথ্য দেওয়া যেতে পারে। 'মৃত পাইলটের কাঁধে বন্দুক রেখে রেল এখান থেকে বেরিয়ে আসতে চাইছে' রেল দুর্ঘটনায় মোদি সরকারকে নিশানা উদয়ন গুহর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram