Election Result: জামানত বাজেয়াপ্ত হয়েছে ঠিকই, কিন্তু লড়াই থামাতে রাজি নন সৃজন, দীপ্সিতা, প্রতীক উররা | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: হারলেও হাল ছাড়তে নারাজ সিপিএমের তিন তরুন মুখ । জামানত বাজেয়াপ্ত হয়েছে ছিকই, কিন্তু লড়াই থামাতে রাজি নন সৃজন, দীপ্সিতা, প্রতীক উররা
আমডাঙায় আইএনটিটিইউসি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, রাতে তৃণমূলের অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ঘরে ঘুমিয়েছিলেন আইএনটিটিইউসি নেতা। অল্পের জন্য রক্ষা পান তিনি, বোমার আঘাতে তাঁর বাড়ির টালির চাল ভেঙে যায়। কী কারণে বোমাবাজি, খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ।
ভোট পরবর্তী হিংসা অব্যাহত। বিজেপি কর্মীকে বাইক থেকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারধরের অভিযোগ। মারধরের পর গলায় দড়ি বেঁধে টেনে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা, অভিযোগ বিজেপির। হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুরের ঝুঝুরগাছায় চাঞ্চল্যকর ঘটনা। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, থানায় অভিযোগ দায়ের করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। আহত বিজেপি কর্মীর নাম খলিল মোল্লা। পারিবারিক বিবাদের জেরে মারামারি, দুর্ঘটনাও হতে পারে, তৃণমূলের যোগ নেই, দাবি শাসক দলের।
Continues below advertisement