TMC inner Clash: কসবার পর এবার পাটুলি,তৃণমূল কাউন্সিলরকেই মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে

Continues below advertisement

ABP Ananda LIVE: কসবার(kasba) পর এবার পাটুলি(patuli)। ফের তৃণমূলের কোন্দল(tmc inner clash)। এবার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেই (tmc councellor)মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, তিনি মঙ্গলবার রাত ৯টা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশকয়েকজন তৃণমূল কর্মী তাঁকে বাধা দেয়। শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। অভিযোগ, এরপরই স্বরাজ মণ্ডলকে মাটি ফেলে বেধড়ক মারধর করা হয়। মুখ ফেটে যায় তাঁর। স্বরাজ মণ্ডলের অভিযোগ, তাঁর উপর হামলা চালিয়েছে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। পাল্টা তারকেশ্বর চক্রবর্তীর দাবি, এধরনের ঘটনা তাঁর জানা নেই। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। বিষয়টি জানা নেই। ফিরে খোঁজ নেবেন।কসবার পর এবার পাটুলি। ফের তৃণমূলের কোন্দল। এবার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেই মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, তিনি মঙ্গলবার রাত ৯টা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশকয়েকজন তৃণমূল কর্মী তাঁকে বাধা দেয়। শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। অভিযোগ, এরপরই স্বরাজ মণ্ডলকে মাটি ফেলে বেধড়ক মারধর করা হয়। মুখ ফেটে যায় তাঁর। স্বরাজ মণ্ডলের অভিযোগ, তাঁর উপর হামলা চালিয়েছে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। পাল্টা তারকেশ্বর চক্রবর্তীর দাবি, এধরনের ঘটনা তাঁর জানা নেই। যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। বিষয়টি জানা নেই। ফিরে খোঁজ নেবেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram