Loksabha Election Result: এবারও খালি হাতে ফিরতে হল, সৃজন, দিপ্সীতা, প্রতিকূরের মতো সিপিএমের তরুণ তুর্কিদের

Continues below advertisement

ABP Ananda LIVE: বহরমপুরে দুঁদে রাজনীতিবিদ, পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে দিলেন, রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান। হুগলিতে লকেট চট্টোপাধ্য়ায়কে হারিয়ে দিলেন রাজনীতিতে আরেক নবাগতা, রচনা বন্দ্য়োপাধ্য়ায়। বর্ধমান-দুর্গাপুরে আবার, কীর্তি আজাদের কাছে হারতে হল, দিলীপ ঘোষকে। পাশাপাশি দেখাব, লোকসভা ভোটে এবারও দাগ কাটতে ব্য়র্থ হল বাম-কংগ্রেস জোট।  মুর্শিদাবাদে হেরে গেলেন মহম্মদ সেলিম। এবারও খালি হাতে ফিরতে হল, সৃজন ভট্টাচার্য, দিপ্সীতা ধর, প্রতিকূর রহমানের মতো সিপিএমের তরুণ তুর্কিদের। তবে একমাত্র আসন হিসেবে, মালদা দক্ষিণে জয়ী হলেন, কংগ্রেসের ঈশা খান

 

(দু'হাজার উনিশের লোকসভা ভোটে এসেছিল বাহান্নটা আসন। আর দুহাজার চব্বিশে সেটাই একলাফে বেড়ে একশোর দোরগোড়ায়! পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, এই সাফল্য়, INDIA জোটে কংগ্রেসের অবস্থান আরও পোক্ত করল। কারণ, INDIA জোটের পাওয়া দুশোর বেশি আসনের মধ্যে, প্রায় একশোর কাছাকাছি আসন গেছে শুধুমাত্র এই জোটের অন্যতম প্রধান দল কংগ্রেসের ঝুলিতে। সংখ্য়ার নিরিখে, NDA সরকার গঠনের দাবিদার হলেও, হাল ছাড়তে নারাজ বিরোধী শিবিরও। দুতরফেই চলছে চূড়ান্ত তৎপরতা। পরবর্তী রণকৌশল ঠিক করতে, কাল বৈঠকে বসছে দু'পক্ষই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram