Jalpaiguri Accident: তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, ধূপগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল লরি, মৃত্যু খালাসির
তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে নদীতে পড়ে গেল মাছবোঝাই লরি। খালাসির মৃত্যু। গুরুতর আহত হন লরিচালক। ভোর ৪টে নাগাদ জলপাইগুড়ির ধূপগুড়িতে দুর্ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশ থেকে অসমগামী মাছবোঝাই লরির সঙ্গে উল্টোদিক থেকে আসা ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ঝুমুর নদীতে পড়ে যায় লরি।
কোচবিহারের মাথাভাঙায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্নীতি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাথাভাঙা ২ নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতিকে শো কজ করলেন ব্লক সভাপতি হরিপদ মিত্র। তাঁর অভিযোগ, রেশন ডিলারদের কাছ থেকে টাকা তুলছেন ওই দলীয় নেতা। এছাড়া, বিধানসভা ভোটের পর থেকে তিনি দলবিরোধী কাজে যুক্ত হয়েছেন বলেও অভিযোগ। দুর্নীতি-যোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতা সাবলু বর্মনের দাবি, ক্ষমতার অপব্যবহার করছেন ব্লক সভাপতি।
পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ওভারলোডিং যান চলাচল রুখতে তৎপর পুলিশ। অভিযান চালিয়ে চারটি ট্রাক আটকে জরিমানা আদায় করা হয়। সম্প্রতি পরিবহন মন্ত্রী জানিয়েছিলেন ওভারলোডিংয়ের জন্য রাস্তা খারাপ হচ্ছে। এর পরেও ওভারলোডিং রুখতে তৎপর হয় পুলিশ প্রশাসন। গতকাল রাতে কাটোয়ার মহকুমা শাসক, পুলিশ, পরিবহন, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে অভিযান চালান। এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।