Madan Mitra: 'পশ্চিমবঙ্গ-ভারতের সংস্কৃতি হচ্ছে, স্ত্রীকেও পাঁচ স্বামী ভাগ করে খেতে পারেন', বেতনভাগ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য মদনের

মিড ডে মিল পরিবেশনের দায়িত্বে থাকা ৫ জনের বেতন (salary division of midday workers) ৭ জনের মধ্যে ভাগ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফের বিতর্কে কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC MLA Madan Mitra) মদন মিত্র। মহাভারতে দ্রৌপদীর (droupadi) প্রসঙ্গ টেনে বললেন, 'কুন্তী বলেছিলেন, যা এনেছ ৫ ভাইয়ের মধ্যে ভাগ করে খাও। পশ্চিমবঙ্গ-ভারতের সংস্কৃতি হচ্ছে, স্ত্রীকেও পাঁচ স্বামী ভাগ করে খেতে পারেন।' এর পরই তোলপাড়। মহিলাদের নিয়ে তীব্র আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola