Madan Mitra: 'দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ওপরও সার্ভিল্য়ান্স রাখা হোক', মুখ খুললেন মদন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দলের একাংশ, 'এলোমেলো করে দে মা লুটেপুটে খাই' নীতি নিয়ে চলছে। এটার ওপর কঠোর নজরদারি দরকার। দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ওপরও সার্ভিল্য়ান্স রাখা হোক। তৃণমূলের একাংশের দুর্নীতি নিয়ে এভাবেই মুখ খুললেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক যখন দুর্নীতি নিয়ে দলের একাংশকে নিশানা করছেন, তখন আইনশৃঙ্খলা ইস্য়ুতে মুখ খুললেন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
আরও খবর...
ভাটপাড়া পুরসভায় টেন্ডার-দুর্নীতির অভিযোগ খারিজ অর্জুন সিংহর। পাল্টা অর্জুনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সোমনাথ শ্যামের। 'বিভ্রান্ত করার চেষ্টা করছেন অর্জুন। ৪ কোটি টাকার টেন্ডার-দুর্নীতি করেছে অর্জুনের জামাইয়ের সংস্থা। প্রয়োজনে সুপ্রিম কোর্টে আসুক, জেলে ওকে ভরবই', অর্জুন সিংহকে চ্যালেঞ্জ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের
ট্যাব কেলেঙ্কারির ঘটনায় কলকাতায় বাড়ছে অভিযোগের সংখ্যা। এবার গলফগ্রিন ও জোড়াসাঁকো থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। ট্যাব কেলেঙ্কারির তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ। জোড়াসাঁকো থানা এলাকায় ৪০ জনের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে। গলফগ্রিন থানা এলাকায় চারজন পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছে। এর আগে বেহালার সরশুনা, ঠাকুরপুকুরে ট্যাব প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। কসবা, যাদবপুর, বেনিয়াপুকুর, মানিকতলা, ওয়াটগঞ্জ, জোড়াবাগান, ভবানীপুরে অভিযোগ দায়ের হয়। কলকাতায় এখনও পর্যন্ত ১১টি থানায় ১০৫ জন পড়ুয়ার ট্যাব-প্রতারণার অভিযোগ জমা পড়েছে