Madhyamik Examination: আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি থেকে
পরীক্ষার ৭৪ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এ বছরের মাধ্য়মিকে ফেল করেছে ১ লক্ষের বেশি পরীক্ষার্থী।পাসের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরে। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা। পাসের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। পাসের হার এবছর ৮৬.১৫ শতাংশ। প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র
১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র-ছাত্রী। প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। প্রথম হয়েছে দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে শুভম পাল