Madhyamik Result: ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ, মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি | ABP Ananda LIVE
Continues below advertisement
পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ । মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি । দেবদত্তা মাঝির প্রাপ্ত নম্বর ৬৯৭ । মাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম পাল, মালদার রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১ । মাধ্যমিকে যৌথ তৃতীয় ৬ পরীক্ষার্থী, প্রাপ্ত নম্বর ৬৯০ । মাধ্যমিকে যৌথ তৃতীয় টাকি রামকৃষ্ণ মিশনের অর্ক মণ্ডল । মাধ্যমিকে যৌথ তৃতীয় বেড়াচাঁপার সৌম্য়দীপ মল্লিক । মাধ্যমিকে যৌথ তৃতীয় মালদার মহম্মদ সারোয়ার ইমতিয়াজ, স্বরাজ পাল, অর্ঘ্য়দীপ সাহা । মেধাতালিকায় প্রথম দশে ১৬ জেলার ১১৮ পরীক্ষার্থী
Continues below advertisement